Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপুলিশকে দায়মুক্তি প্রদানের বক্তব্য ফ্যাসিস্ট মনোভাবেরই প্রকাশ - বাসদ (মার্কসবাদী)

পুলিশকে দায়মুক্তি প্রদানের বক্তব্য ফ্যাসিস্ট মনোভাবেরই প্রকাশ – বাসদ (মার্কসবাদী)

gb}commpবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৩০ জানুয়ারি সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার নামে পুলিশকে যা ইচ্ছা তাই করার অধিকার প্রদানের যে বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের বক্তব্য ফ্যাসিস্ট মনোভাবেরই প্রকাশ মাত্র। প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রমাণ করেছে যে শাসকশ্রেণী দেশে আইন-বিচার, গণতান্ত্রিক রীতি-নীতি, মানবতা সকল কিছুর ধ্বংস করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’

বিবৃতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, ‘জনগণের নিরাপত্তা প্রদানের নামে পুলিশ যা ইচ্ছা তাই করতে পারে না। শাসকশ্রেণীর আকাঙ্খা চরিতার্থ করতে গিয়ে পুলিশ-র‌্যাব ইতোমধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর প্রধানদের বক্তব্য, ‘দেখামাত্র গুলি’র ঘোষণা দেশবাসীর মনে গভীর উদ্বেগ ও আতংকের জন্ম দিয়েছে। এমন অবস্থায় দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পুলিশের দায়মুক্তি প্রদানের ঘোষণা শেষপর্যন্ত সরকারের দমননীতিকেই কার্যকর করবে, রাষ্ট্রীয় দমন-পীড়িন আরো প্রবল করে তুলবে।’

তিনি সকল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষের প্রতি শাসকশ্রেণীর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments