
নেতৃবৃন্দ বলেন, বিগত কয়েকমাস ধরে পুস্তক বাঁধাই শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আমরা সংগ্রাম করছি। বাংলাবাজার এলাকায় গত দুই বছরে মজুরি বাড়েনি, অথচ বাজারে সবকিছুর দাম বেড়েছে। বর্তমান বাজার দর এবং শ্রমিকদের হাড়ভাঙ্গা খাটুনির বিনিময়ে মালিক-প্রকাশকরা যতটা মুনাফা করে তা বিবেচনায় ২৫০ টাকা রোজ কোন অন্যায্য দাবি নয়। ইতিমধ্যে আমরা জেনেছি, পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতি শ্রমিকদের দাবির মুখে রোজ মাত্র ১৫ টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ রোজ ১৭৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ গত ২ বছরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হিসাবে নিলে প্রকৃত মজুরি বাড়বে না। আমাদের দেশে মূল্যস্ফীতির হার বর্তমানে কমপক্ষে ৭-৮% এর মত। সেই হিসাবে দুই বছরে গড়ে ১৫% দাম বেড়েছে। অথচ রোজ বাড়ানো হচ্ছে ১৬০ টাকা থেকে ১৭৫ টাকা, বৃদ্ধির হার ৯% এর মত। তাই, আমরা ব্যবসায়ী সমিতি ঘোষিত রোজ ১৭৫ টাকা প্রত্যাখান করছি এবং মজুরি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ কিছু মালিক কর্তৃক আজকের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শ্রমিকদের বাধা দেয়া এবং পুস্তক বাঁধাই শ্রমিক ফেডারেশনের সদস্য আরিফ, আল আমিনসহ ৪ জনকে আহত করার তীব্র নিন্দা জানান।