Saturday, December 28, 2024
Homeছাত্র ফ্রন্টপ্রকাশক হত্যা ও ব্লগার হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

প্রকাশক হত্যা ও ব্লগার হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

12182173_831594196953400_65000231_n copy

১ নভেম্বর বিকেল ৫টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার উদ্যোগে জাগৃতি প্রকাশনার প্রকাশক ফয়সাল আরেফিন দ্বীপন জঙ্গি মৌলবাদী গোষ্ঠি কতৃক হত্যা এবং অভিজিৎ রায়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর এর কার্যালয়ে ঢুকে প্রধান নির্বাহী সম্পাদক আহমেদুর রহমান টুটুল সহ ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । জাহাজ কোম্পানী থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কারমাইকেল কলেজ সভাপতি আবু রায়হান বকসি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটছে কিন্তু সরকার নির্বিকার, হত্যাকারীদের বিচারের আওতায় আনছে না। এতে মুক্তবুদ্ধি চর্চার মানুষদের উপর ক্রমান্বয়ে আক্রমণ বাড়ছে যা হত্যাকারীদের মদদ দেওয়ার সামিল। সরকার যদি পূর্বে ব্লগার হত্যার সাথে জড়িত মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠির বিচারের আওতায় এনে অপরাধীদের শাস্তি দিত তাহলে দেশে একের পর এক এমন বর্বর হত্যাকান্ড ঘটতো না।

নেতৃবৃন্দ, দেশের সকল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষদের মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠির শাস্তির দাবিতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments