Sunday, May 5, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদঅনতিবিলম্বে খুনী চক্রের গ্রেফতার ও বিচার করুন - গণতান্ত্রিক বাম মোর্চা

অনতিবিলম্বে খুনী চক্রের গ্রেফতার ও বিচার করুন – গণতান্ত্রিক বাম মোর্চা

IMG_20151101_164619 copy
লেখক-প্রকাশক দীপনের হত্যাকাণ্ড ও মুক্তমনা লেখকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ১ নভেম্বর ২০১৫ বিকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সরকারের নিস্ক্রিয়তা ও পরোক্ষ উস্কানীতেই খুনীচক্র অব্যাহতভাবে এসব হত্যাকান্ড সংঘটিত করাতে উৎসাহিত হচ্ছে। এই পর্যন্ত আত্মস্বীকৃত খুনীচক্রের গ্রেফতার ও বিচার না হওয়ায় তারা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠছে। নেতৃবৃন্দ বলেন, সরকারের উপর মানুষের অনাস্থা কোন পর্যায়ে গেলে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক পুত্র হত্যার বিচার না চাওয়ার কথা বলেছেন। নেতৃবৃন্দ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে লোক দেখানো কোন তদন্ত না করে অনতিবিলম্বে গোটা ঘাতক চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এইক সাথে হত্যাকান্ডের এসব মর্মান্তিক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার খেলা বন্ধ করারও দাবি জানান। নেতৃবৃন্দ মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেবার সহিংস তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।
মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, এড. আবদুস সালাম, মানস নন্দি, হামিদুল হক, বহ্নিশিখা জামালী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় এসে শেষ হয়।
RELATED ARTICLES

আরও

Recent Comments