Thursday, January 23, 2025
Homeছাত্র ফ্রন্টপ্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রসমাজ ও প্রাক্তনদের প্রতি অভিনন্দন জানিয়েছে

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রসমাজ ও প্রাক্তনদের প্রতি অভিনন্দন জানিয়েছে

শিক্ষার অধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-গণআন্দোলন গড়ে তুলুন

SSF-press release_20 Janu 15-page-001২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জন্ম। প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বজনীন বৈষম্যহীন সেক্যুলার একই পদ্ধতির শিক্ষানীতির দাবিতে এবং শিক্ষা অধিকার হরণের শাসকশ্রেণীর সকল ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এককভাবে এবং অপরাপর বাম-প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে আপসহীন লড়াই সংগ্রাম চালিয়ে এসেছে। এই লড়াই-সংগ্রামে অগণিত নেতা-কর্মী-সংগঠক নিরলস ভূমিকা পালন করেছেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ লগ্নে সংগঠনের প্রাক্তন সকল নেতা-কর্মী-সংগঠক এবং দেশের ছাত্রসমাজের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

একই সাথে শিক্ষার অধিকার হরণের বিরুদ্ধে সর্বব্যাপক ছাত্র-গণআন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রসমাজ ও দেশবাসীর আহ্বান জানিয়ে দেয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষাকে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তারপর শিক্ষার যতটুকু অধিকার এখনো টিকে আছে তার উপর শাসকশ্রেণী এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠী নানামুখী আক্রমণ নামিয়ে আনছে। প্রশ্নপত্র ফাঁস, বহু ধরনের পাবলিক পরীক্ষা চাপানো এবং শিক্ষাকে কোচিং সেন্টার-গাইড বই নির্ভর করে ফেলা, শিক্ষার মানের ক্রম অবনমন, কলেজগুলোতে মানসম্মত শিক্ষক-ক্লাসরুমের অভাব, বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্যিক কোর্স চালু ইত্যাদির বিরুদ্ধে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত আন্দোলন গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি।

প্রাক্তন-বর্তমানদের পুনর্মিলনী

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন-বর্তমান নেতা-কর্মীদের এক পুনর্মিলনী আগামী ২৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments