Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদপ্রতুল মুখোপাধ্যায় গণসঙ্গীত গাইবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলনে

প্রতুল মুখোপাধ্যায় গণসঙ্গীত গাইবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলনে

12803189_1076631275732591_6144833883044217556_n

ভারতের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আমন্ত্রণে ঢাকায় আসছেন। তিনি গণসঙ্গীত গাইবেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন ৩০ মার্চ ২০১৬ ঢাকায় অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, অল-ইন্ডিয়া ডেমোক্রাটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি কমল সাঁই। সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসঙ্গীত গাইবেন ভারতের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্ত্তী রিন্টু।

12792218_1073599286035790_6007412436240851019_o

RELATED ARTICLES

আরও

Recent Comments