Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদফুলবাড়ী দিবস উপলক্ষে রংপুরে বাসদ (মার্কসবাদী)’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ফুলবাড়ী দিবস উপলক্ষে রংপুরে বাসদ (মার্কসবাদী)’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Rangpur_260815

ফুলবাড়ী দিবস উপলক্ষে ২৬ আগষ্ট সকাল ৮টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে মিছিল-সমাবেশ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির সভাপতি আহসানুল আরেফিন তিতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মনোয়ার হোসেন প্রমূখ।

সমাবেশ থেকে জনবসতি-পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে জাতীয় স্বার্থ পরিপন্থী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাঁয়তারা বন্ধসহ ফুলবাড়ীর রক্তস্নাত ৬ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে ফুলবাড়ীর বীর শহীদ তরিকুল, সালেকিন, আলামিনদের সংগ্রামী চেতনাকে ধারণ করে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার আহবান জানান।

এছাড়াও ফুলবাড়ীর বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments