বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ‘র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে জরুরি তৎপরতা নিয়ে বন্যা দুর্গত মানুষদের রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বন্যার কারণে ২০ লক্ষেরও বেশি মানুষ চরম বিপর্যয়ের মধ্যে দিন যাপন করছে। মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ঘরবাড়ি-ফসল-গবাদিপশু-মাছ সব ভেসে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এরকম দুর্বিসহ অবস্থায় সরকারের ভূমিকা বরাবরের মতই দূর্বল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ, খাদ্য, ঔষধসহ ত্রাণ সরবরাহ অপ্রতুল। পুনর্বাসনের পরিকল্পনাও অস্পষ্ট। ইতোপূর্বে হাওরের বন্যা ও পাহাড়ধ্বসে যে বিপর্যয় সৃষ্টি হয়েছিল তাতেও ত্রাণ তৎপরতাসহ দুর্গত মানুষদের রক্ষার ত্বরিত উদ্যোগ দৃশ্যমান হয়নি। আমরা অবিলম্বে জরুরি তৎপরতা নিয়ে আক্রান্ত জেলাগুলোতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ঔষধসহ ত্রাণ সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একইসাথে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র চালু করে মানুষকে নিরাপদে দ্রুত সরিয়ে নেবার দাবি করছি।’
তিনি বলেন, ‘দুর্গত মানুষদের রক্ষায় সরকারকেই প্রধান ভূমিকা যেমন রাখতে হবে, পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সহমর্মিতা ছাড়া দুর্গত মানুষেরা উঠে দাঁড়ানোর সাহস ও শক্তি পাবে না।’
তিনি বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে সর্বাত্মক উদ্যোগ নিয়ে ত্রাণ সংগ্রহের জন্য সারা দেশের শাখা সংগঠনগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।