Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)'র নতুন কার্য পরিচালনা কমিটি গঠিত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)'র নতুন কার্য পরিচালনা কমিটি গঠিত

24.11.14--Press con 2বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদের ২০-২৩ নভেম্বর ২০১৪ অনুষ্ঠিত কেন্দ্রীয় বিশেষ কনভেনশনে দলের নামাকরণ করা হয়েছে ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’ এবং  এই কনভেনশনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

২৪ নভেম্বর ২০১৪ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাসদ (মার্কসবাদী) পক্ষ থেকে আহুত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, সংশোধনবাদী-সংস্কারবাদী-সুবিধাবাদী নেতৃত্বের কবল থেকে মার্কসবাদের বিপ্লবী প্রাণসত্ত্বাকে রক্ষা করার তাগিদে গত ৭ এপ্রিল ২০১৩ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। দলের প্রতিষ্ঠাকালীন ঘোষিত আদর্শ মার্কসবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী-কে আহ্বায়ক করে কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এরপর ১২ এপ্রিল ২০১৩ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ কেন্দ্রীয় কনভেনশনের ঘোষণা দেয়া হয়েছিল যা গত ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, পার্টির এই ‘বিশেষ কনভেনশন’ এর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছিল ‘পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদী দুঃশাসন, সাম্প্রদায়িকতা, দুর্নীতি-লুটপাট রুখে দাঁড়াও’। আহ্বান জানানো হয়েছিল – শোষণ-বৈষম্যের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে গণ-আন্দোলন গড়ে তোলার। সংশোধনবাদ-সংস্কারবাদকে পরাস্ত করে মার্কসবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে বিপ্লবী পার্টি গড়ে তোলার সংগ্রাম শক্তিশালী করা এবং বাম আন্দোলনে সুবিধাবাদ-ব্যক্তিবাদ ও গণবিচ্ছিন্নতা মোকাবেলা করে গণআন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ কনভেনশন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

কনভেনশনের প্রকাশ্য অধিবেশনের উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা গত ২০ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে (গুলিস্তান) অনুষ্ঠিত হয়েছে যেখানে শ্রমিক-কৃষক-ছাত্র-নারী-পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ্রগ্রহণ করেছে। এরপর গত ২১ থেকে ২৩ নভেম্বর তিন দিন ব্যাপী কনভেনশনের প্রতিনিধি অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি অধিবেশনে দলের নেতৃস্থানীয় দেড়শত প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধি অধিবেশনে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতির উপর দলিল উত্থাপন এবং আলোচনা হয়। প্রতিনিধি অধিবেশনে সাংগঠনিক পরিস্থিতি, দলের ইতিহাস ও সংশোধনবাদ-সংস্কারবাদ বিরোধী মতাদর্শিক সংগ্রামের মূল্যায়ন করা হয়েছে।

কনভেনশনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এখন থেকে পার্টির নাম ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’, সংক্ষেপে ‘বাসদ (মার্কসবাদী)’ নামে পরিচিত হবে। কনভেনশনে দলের খসড়া গঠনতন্ত্র গ্রহণ এবং কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি’ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : কমরেডস (১) শুভ্রাংশু চক্রবর্ত্তী, (২) আলমগীর হোসেন দুলাল, (৩) মানস নন্দী, (৪) মনজুরা নীলা, (৫) উজ্জল রায়, (৬) ওবায়দুল্লাহ মুসা, (৭) ফখরুদ্দিন কবির আতিক, (৮) সাইফুজ্জামান সাকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, পুঁজিবাদী শাসন-শোষণের ফলে জনজীবনে ক্রমবর্ধমান সংকট, শিল্প-কৃষি-শিক্ষা ও জাতীয় সম্পদের উপর সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ও ধর্মান্ধ মৌলবাদী শক্তির বিপদজনক উত্থানের বর্তমান পটভূমিতে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর বিপরীতে বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ গণ-সংগ্রাম গড়ে তোলার জন্যে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব। সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে জনজীবনের সমস্যা নিয়ে জাতীয় ও স্থানীয়ভাবে ধারাবাহিক লাগাতার গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments