Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) নেতা কমরেড আজিজুর রহমান ও মশিউর রহমান খোকনের নিঃশর্ত মুক্তি...

বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড আজিজুর রহমান ও মশিউর রহমান খোকনের নিঃশর্ত মুক্তি চাই

02588
বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড আজিজুর রহমান ও মশিউর রহমান খোকনের নিঃশর্ত মুক্তির দাবীতে ৩ মার্চ, ২০১৭ বিকাল ৫ টায়  বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, এড. বিধূ ভূষন নাথ পলাশ, গিয়াস উদ্দিন বাবু। সমাবেশে বক্তারা বলেন, সরকার ভূমি অধিগ্রহণ না করে, কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে কৃষিজমি ও বসত ভিটার ক্ষতি করে হাইমচরের ঢেলের বাজার এলাকায় রাস্তা নির্মাণ করছে, এর বিরুদ্ধে বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড আজিজুর রহমান ও মশিউর রহমান খোকন ভূমির মালিকদের সংগঠিত করে। কিন্তু পুলিশ অন্যায়ভাবে বাসদ (মার্কসবাদী) হাইমচর অফিস থেকে কমরেড আজিজুর রহমান ও মশিউর রহমান খোকনকে গ্রেপ্তার করে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত নেতাদের মুক্তির দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments