Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) বিশ্ববাসীকে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে

বাসদ (মার্কসবাদী) বিশ্ববাসীকে নেপালের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে

SPBM_Englisg_Logoবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল এন্টি-ইমপেরিয়ালিস্ট কমিটি  (International Anti-imperialist Coordinating Committee – IACC) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে গত ২৫ ও ২৬ এপ্রিল নেপালে বিধ্বংসী ভূমিকম্পে আড়াই সহস্রাধিক মানুষ নিহত ও কমপক্ষে আট সহস্র মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী নেপালের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশসহ বিশ্বের মানবতাবাদী জনগণের প্রতি আহ্বান জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments