বিজ্ঞান চর্চা কেন্দ্র ও শিশু কিশোর মেলার উদ্যোগে টাউন হলে ৩০০ শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১২জুন ২০১৫ সকাল ১০টায় বিজ্ঞান চর্চা কেন্দ্রের রংপুর বিভাগীয় সংগঠক আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আজিজুর রহমান, গবেষক ও লেখক ড. মিজানুর রহমান নাসিম। সভা পরিচালনা করেন শিশু কিশোর মেলা রংপুর জেলার সংগঠক রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয় ।
প্রধান আলোচক তার আলোচক তার আলোচনায় বলেন, শিশু কিশোরদের আজ বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। শুধু আত্মকেন্দ্রিকতা নয় সমাজের মানুষের জন্য কাজ করা। বিজ্ঞানমনস্কতা,সৃজনশীলতা ও সাম্যবোধের ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।