Saturday, April 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদবেতন-বোনাস প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বেতন-বোনাস প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

SAM_0653

২০ রোজার মধ্যে বেতন-বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে ২৬ জুন সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সংগঠক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সংগঠক শাহীদুল ইসলাম সুমন, মহেদুল ইসলাম, সুজন রায় প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বেকারত্ব, ছাঁটাই, নির্যাতন ও ন্যায্য মজুরী না পাওয়া আমাদের দেশের শ্রমিক কর্মচারীদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে, কিন্তু বাড়ছে না শ্রমিকের মজুরী। উদয়াস্ত পরিশ্রম করেও জীবনের নূন্যতম প্রয়োজন মেটাতে পারছে না। অথচ অনাহারী-বুভুক্ষ শ্রমিকের শ্রমে-ঘামেই মালিকরা মুনাফার পাহাড় গড়ছে। মালিকের বিত্ত-বৈভব ও আরাম-আয়েশের শেষ নেই কিন্তু শ্রমজীবীদের নিত্য দিনই হচ্ছে দুঃখ, কষ্ট, যন্ত্রনাময়। পুঁজিবাদী নির্মম শোষনের কি ভয়াবহ অবস্থা যে অর্থনৈতিক সংকটের কারনে একটি উৎসবও তাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসতে পারে না। বরং উৎসব হয়ে গেছে তাদের কাছে বঞ্চনা ও আতংকের নামান্তর।

নেতৃবৃন্দ, ২০ রোজার মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের জন্য জোর দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments