Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টভ্যাটবিরোধী আন্দোলনে বিজয়ী লড়াকু ছাত্রদের অভিনন্দন জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

ভ্যাটবিরোধী আন্দোলনে বিজয়ী লড়াকু ছাত্রদের অভিনন্দন জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

SSF-press release_31.03.15-page-001সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন এবং সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ৭.৫ শতাংশ ভ্যাট বাতিলের আন্দোলনে বিজয়ী লড়াকু ছাত্রসমাজকে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় তাঁরা বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের সংঘবদ্ধ শক্তি যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে কোনো অন্যায়ের ভারই তাকে পর্যদুস্ত করতে পারেনা। অধিকারের সজোর উচ্চারণ যেকোন আক্রমণ, হুমকি, বিভ্রান্তিকে মোকাবেলা করার সামর্থ্য রাখে – এ অমোঘ সত্যটি যেন আরেকবার প্রমাণিত হলো।
এও প্রমাণিত হলো গণবিরোধী সরকারের কাছে যেকোন ন্যায্য দাবিই কেবল ন্যায্যতার জোরে প্রতিষ্ঠা করা যাবেনা। এজন্য অনড় অবস্থানে দাঁড়িয়ে লড়াই করতে হবে।

ছাত্রদের এ বিজয় তাঁদের বৃহত্তর জনগোষ্ঠীর কাতারেই কেবল শামিল করেনি, ভবিষ্যতে শিক্ষাসহ গণমানুষের যেকোন অধিকার হরণের বিরুদ্ধে তাদেরকে লড়াইয়ের পথ দেখাবে।’

RELATED ARTICLES

আরও

Recent Comments