Thursday, May 2, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদমহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না

মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না

20150808_172618 copy 2

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখা মহাসড়কে বিকল্প আয়োজন না করে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ৮ আগস্ট ২০১৫ বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয় । সংগঠন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হৃদেশ মুদি,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাইদুল,মহীতোষ দেব মলয় প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান মহাজোট সরকার এর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ২৭জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন এবং প্রশাসনের পক্ষ থেকে তা কার্যকর করার সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে শ্রমিকরা হতবাক ও বিস্মিত হয়েছে। কারণ সি.এন.জি. বন্ধের যুক্তি হিসেবে মহাসড়কে দুর্ঘটনার জন্য শুধুমাত্র সি.এন.জি কে দায়ী করা হচ্ছে। অথচ সরকার একবারও চিন্তা করে দেখলো না যে, এই পরিবহনের সাথে লাখ লাখ শ্রমিক এবং তাদের পরিবারের জীবন জীবিকা জড়িত। তাছাড়া মূল প্রশ্নটি হচ্ছে, মহাসড়কে দুর্ঘটনার জন্য শুধুমাত্র সি.এন.জি কি দায়ী? অথচ আমরা জানি, মহাসড়কে বিভিন্ন ধরনের ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের জন্য নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এসকল বিষয় সমাধান না করে এবং কোনো ধরনের বিকল্প ব্যবস্থা ছাড়া সরকারের এধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু? গণপরিবহনের সংখ্যা কমতে থাকার ফলে সাধারণ মানুষ জীবনযাত্রা সচল রাখতে সি.এন.জির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা ছাড়া সরকারের এই হঠকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এ দেশের লাখ লাখ সি.এন.জি শ্রমিক এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তোলবে।

বক্তারা সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments