Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদমীরপুর দুয়ারীপাড়ায় শীতবস্ত্র বিতরণ

মীরপুর দুয়ারীপাড়ায় শীতবস্ত্র বিতরণ

Duariparaচারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু কিশোর মেলার উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাসদ (মার্কসবাদী) মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় ২৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় মীরপুর দুয়ারীপাড়া বস্তিতে এবং বিকাল ৫টায় মীরপুর সাড়ে ১১নং বাসস্ট্যা- সংলগ্ন বাসদ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারণ ও শিশু কিশোর মেলা-র কর্মীরা গত কয়েকদিন ধরে আজিমপুর, সূত্রাপুর, মতিঝিল এজিবি কলোনী, নীলক্ষেত কর্মচারী কোয়ার্টারসহ নগরীর বিভিন্ন স্থানে এলাকাবাসীর কাছে থৈকে শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ করেছে। তাদের আবেদনে সাড়া দিয়ে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে।

আজ শীতবস্ত্র ও কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার সমন্বয়ক কল্যাণ দত্ত, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর সংগঠক সুস্মিতা রায় সুপ্তি, শিশু কিশোর মেলা-র পক্ষে সাইদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্থানীয় নেতা সাইফুল হাসান মুনাকাত প্রমুখ।

 

Duaripara1

RELATED ARTICLES

আরও

Recent Comments