Wednesday, February 5, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরংপুরে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ মিছিল-সমাবেশ

রংপুরে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ মিছিল-সমাবেশ

spb2

রাষ্ট্রীয় দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণ বন্ধ, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ হত্যা ও সহিংসতা প্রতিরোধ, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি বিশিষ্ট বিজ্ঞান লেখক অভিজিত রায়ের হত্যার বিচারের দাবিতে ১ মার্চ ২০১৫ বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গনতান্ত্রিক বাম র্মোচা রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। জাহাজ কোম্পানী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান,বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য পলাশ কান্তি নাগ।

নেতৃবৃন্দ বলেন, মহাজোট-জোটের ক্ষমতাকেন্দ্রীক সংঘাত-সহিংসতা প্রতিরোধ ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments