বেসরকারিকরণ-বাণিজ্যকরণ বন্ধ করে রেলওয়ের সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ৮ ফেব্রুয়ারি ২০১৬ সকালে এক বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, কাজী রাহেন শফিউল্যাহ, বজলুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে রেলওয়ে যাত্রীভাড়া বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করে রেলওয়ে থেকে আধুনিকায়ন, সম্প্রসারণের দাবি জানান। সাম্রাজ্যবাদী সংস্থা এডিবি, বিশ্বব্যাংকের পর্যায়ক্রমে বেসরকারিকরণ-বাণিজ্যকরণের বিরোধীতা করে বক্তারা রেলওয়ে দুর্নীতিমুক্ত করে পাওনা টাকা, জমি উদ্ধার করে পরিপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করার দাবি জানান।