Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টশাবিপ্রবিতে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা করেছে ছাত্র ফ্রন্ট

শাবিপ্রবিতে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা করেছে ছাত্র ফ্রন্ট

SSF-press release_31.03.15-page-001সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন এবং সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে ৩০ আগস্ট সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন।

তাঁরা বলেন, ‘সারাদেশে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা তার মধ্যে নিকৃষ্টতম। শিক্ষাঙ্গণে সন্ত্রাস-দখলদারিত্ব কোথায় পৌঁছেছে তা এ ঘটনার মাধ্যমে পুনরায় স্পষ্ট হলো। শিক্ষকসমাজের সম্মানের আসনটুকুও তারা ভূলুণ্ঠিত করেছে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার যে সংস্কৃতি সারাদেশব্যাপী তৈরি করেছে সরকার, ছাত্রলীগের এই ঘটনা তারই ধারাবাহিকতা।’

নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments