Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টশিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

12705561_206872206333420_1482729246200181963_n
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের ছাত্র হাফিজুর মোল্লার অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার এবং ক্যাম্পাসের হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্ব বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুস্মিতা রায় সুপ্তি, সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা প্রমুখ। মিছিলটি মধুর ক্যান্টিন চত্বর থেকে শুরু  হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগের দখলদারিত্ব ও গেস্টরুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এস এম হলের শিক্ষার্থী হাফিজুর মোল্লা। অসুস্থ থাকা সত্ত্বেও শীতের রাতে ঠা-ার মধ্যে তাকে হলের বাইরে যেতে এবং মিছিল করতে বাধ্য করা হতো। গত ২৬ জানুয়ারি রাতে ছাত্রলীগ নেতারা তাকে ঠা-ার মধ্যে প্রায় ৩ ঘণ্টা হলের বাইরে দাঁড় করিয়ে রাখে। এক পর্যায়ে নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হাফিজুর ছাত্রলীগের নির্যাতনের হাত থেকে বাঁচতে  বাড়ি চলে গেলেও মৃত্যুর হাত থেকে তার শেষ রেহাই হল না। গত ২ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে ফেরার পথে সে গুরুতর অসুস্থ হয়ে মারা যায়।”
তারা আরো বলেন, “হাফিজুরের মৃত্যুর খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের পরও এস. এম. হলের প্রাধ্যক্ষ  এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একের পর এক দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্বিকার আচরণ দায়িত্বহীন এবং অমানবিক।” তারা হলে হলে ছাত্রলীগের দখলদারিত্ব-গেস্টরুমে ছাত্রনির্যাতন বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 
RELATED ARTICLES

আরও

Recent Comments