ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কিশোর শহীদ মতিউর রহমান মল্লিক স্মরণে শিশু কিশোর মেলা ২৪ জানুয়ারি ২০১৫ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার সংগঠক কানিজ ফাতেমা লাভা ও সায়েদুল হক নিশান।
বক্তারা বলেন, “ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কিশোর শহীদ ছিল দশম শ্রেণীর ছাত্র। সে সময় তার চোখের সামনে একটা বড় স্বপ্ন ছিল। দেশের স্বাধীনতা। মতিউরের মৃত্যু আমাদের বুঝতে সহযোগিতা করে ঊনসত্তরে একজন যুবকের চিন্তা কী ছিল, একজন কিশোর কী স্বপ্ন দেখত। আমরা মতিউরের উত্তরসূরি। তাই মতিউরের মত এখন কিশোরদের মাঝে ভাল-মন্দ, নৈতিক বোধ তৈরি করার জন্য আমরা কাজ করি। আমি জানি ইতিহাস না জানলে আমরা বড় হতে পারব না। ইতিহাস জানতে পাঠ্য পুস্তকে ক্ষুদিরাম, সূর্যসেন, প্রীতিলতা, মতিউরদের জীবন গাঁথা জানতে চাই।”
আলোচনা সভা শেষে এক মিছিল শহীদ মিনার থেকে নবকুমার ইনিস্টিটিউটে শহীদ মতিউরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শিশু কিশোর মেলার সদস্যবৃন্দ মতিউরের জাদুঘর পরিদর্শন করে।