আজ ৩০শে জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনন্দমোহন কলেজ শাখার উদ্যোগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীণবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত এক মাস ধরে নবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেলের মাধ্যমে অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়। নবীণবরণ অনুষ্ঠানটি সকাল ১০টায় ময়মনসিংহ শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমেই নবীণ শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা। নবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান ও শরৎচন্দ্রের ‘লালু’ গল্প অবলম্বনে নাটক ‘লালুর কীর্তি’ মঞ্চস্থ করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনন্দমোহন কলেজ শাখার প্রাক্তন আহ্বায়ক মিশুক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সেঁজুতি চৌধুরী এবং নবীণবরণ প্রস্তুতি কমিটি, আনন্দমোহন কলেজ শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম। প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আনন্দমোহন কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।