Wednesday, December 25, 2024
Homeসাম্যবাদসাম্যবাদ - ফেব্রুয়ারি ২০১৫সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা বাণিজ্যিকীকণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক

SSF-press release_20 Janu 15-page-001সর্বজনীন বিজ্ঞানভিত্তিক একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকরণ প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার নৈতিকতা ধ্বংসের বিরুদ্ধে সর্বব্যাপক শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে পালিত হল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, গাইবান্ধা, নোয়াখালী, কিশোরগঞ্জ, গাজীপুর, ফেনী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, যশোর সহ বিভিন্ন জেলায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালি, ছাত্রসভা, প্রাক্তন-বর্তমানদের পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, মানববন্ধন, কর্মীসভা ইত্যাদি কর্মসূচি পালিত হয়।

এছাড়া এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ইতোপূর্বে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গত ২৮ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং জেলায় জেলায় সমাবেশ-বিক্ষোভ-মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।

সাম্যবাদ ফেব্রুয়ারি ২০১৫

RELATED ARTICLES

আরও

Recent Comments