Monday, May 6, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসরকারী কর্মচারী আইন ২০১৫-এর খসড়া দুর্নীতিবাজদের উৎসাহিত করবে

সরকারী কর্মচারী আইন ২০১৫-এর খসড়া দুর্নীতিবাজদের উৎসাহিত করবে

cpi-m-logo_1বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ১৪ জুলাই এক বিবৃতিতে সরকারী কর্মচারীদের গ্রেপ্তারের আগে অনুমতি নেয়ার বিধান রেখে প্রণীত ‘সরকারী কর্মচারী আইন ২০১৫’-এর খসড়া মন্ত্রীসভা কর্তৃক অনুমোদনের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, অভিযোগপত্র গ্রহণের আগে অভিযুক্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তার করতে হলে সরকারের অনুমোদন লাগবে — এরূপ বিধান আইন সবার জন্য সমান এই নীতির পরিপন্থী এবং এর ফলে দুর্নীতিবাজরা সুরক্ষা পাবে। তারা পদে থেকে তদন্তকে প্রভাবিত করা এবং দুর্নীতির দালিলিক প্রমাণাদি গায়েব করার সুযোগ পাবে। অনির্বাচিত ও অগণতান্ত্রিক এই সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার প্রয়োজনে আমলাতন্ত্রকে হাতে রাখতে তাদের এই অন্যায় সুবিধা দিতে যাচ্ছে। 
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আরো বলেন, এই আইনের ফলে প্রশাসনে ইতোমধ্যে তীব্র আকার ধারণ করা দলীয়করণের সুযোগ আরো বাড়বে। সরকারী অনুমোদন না পাওয়ায় কিছুদিন পূর্বে রানা প্লাজা ধ্বসের মামলায় অভিযুক্ত সরকারী কর্মকর্তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা যায়নি — এই ঘটনা থেকে úরিস্কার বোঝা যায় প্রস্তাবিত আইনের এই বিধান কি উদ্দেশ্যে ব্যবহৃত হবে। তিনি অবিলম্বে এই অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি জানান এবং সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments