Tuesday, April 30, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসাইকেল র‌্যালিতে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চার

সাইকেল র‌্যালিতে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চার

cycle-rally_dla

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী ও মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিঞা ও মহিনউদ্দিন লিটন যুক্ত বিবৃতিতে, “রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আয়োজিত সাইকেল র‌্যালি কর্মসূচিতে দফায় দফায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং পুলিশের জলকামান থেকে গরম পানি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষার আন্দোলনের কারণে মানুষের মধ্যে এই আন্দোলনের যৌক্তিকতা প্রতিষ্ঠা পেয়েছে। এই আন্দোলনে সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। তার ধারাবাহিকতায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সাইকেল র‌্যালির আয়োজন। সাইকেল র‌্যালিতে ছাত্রলীগের হামলা নৈতিক পরাজয়েরই নামান্তর। নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতার দাবি করেন এবং একই সাথে সর্বনাশা রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি জোর দাবি জানান।”

RELATED ARTICLES

আরও

Recent Comments