Thursday, January 23, 2025
Homeছাত্র ফ্রন্টসিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ-মিছিল

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ-মিছিল

DSC03181 copy

প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার বেসরকারিকরন-বানিজ্যিকীকরনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি ’১৫ বিকাল ৩টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি সংগঠনের রাজা ম্যানশনস্থ কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা এবং সধারন সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার আহ্বায়ক অনীক ধর, নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, স্কুল বিষয়ক সম্পাদক লিপন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মিজানুর রহমান, মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সদর উপজেলার সংগঠক অনীক চন্দ প্রমুখ।

এছাড়া মিছিল সমাবেশের পূর্বে সংগঠনের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়।

সমাবেশে বক্তারা বলেন, আজ আমাদের শিক্ষাব্যবস্থা বিপন্ন, একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে, আর এই প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনার মূল কারণ শাষক শ্রেনীর বেসরকারিকরন-বানিজ্যিকীকরনের দৃষ্ঠিভঙ্গি। এই বেসরকারিকরন-বানিজ্যিকীকরনের কড়াল থাবায় উচ্চ শিক্ষা থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিপর্যস্ত। কখনও পি.পি.পির নামে কখনও শিক্ষার মান উন্নয়নের নামে চলছে এই সর্বনাশা আয়োজন। ফলে আজ ছাত্র শিক্ষকের সম্পর্ক দাঁড়াচ্ছে ক্রেতা-বিক্রেতার সম্পর্কে। যারাও বা এই সংকটের মধ্যেও শিক্ষা নিচ্ছি তারাও গড়ে উঠছে নীতি-নৈতিকতা বর্জিত একদল যন্ত্রে। তাই দ্রুত ‘এ প্লাস’র সংখ্যা বাড়লেও তৈরি হচ্ছে না সামাজিক দায়বোধ সম্পন্ন মানুষ। শাসক শ্রেণীর এই সর্বগ্রাসী আক্রমনের বিরুদ্ধে দাঁড়িয়ে ১৯৮৪ সালের ২১ জানুয়ারী এ যুগের মহান আদর্শ মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একইপদ্ধতির, গণতান্ত্রিক শিক্ষানীতির দাবিকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় এ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা আন্দোলন তথা সামগ্রীকভাবে শোষনমুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের সংগঠন।
বক্তারা শাষক শ্রেণীর শিক্ষা ও মনুষত্ব ধ্বংসের যেকোন আক্রমনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments