Saturday, May 4, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসিলেটে ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সিলেটে ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Sylhet_SPBM_220815

বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা চলবে না, বিকল্প ব্যবস্থা ছাড়া বিশ্বরোড থেকে আটোরিক্সা উচ্ছেদ করা চলবে না, দ্রুত বিচার ট্রাইবুনালে শিশু রাজন হত্যাকান্ডের বিচার কর, নারী ও শিশু নির্যাতন বন্ধ কর,নগরীরর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নাও, অবিলম্বে রাস্তাসমূহ সংস্কার কর, মেডিকেল কলেজের ‘ক্যারি অন’ প্রথা বহাল রাখ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-মেডিকেল সমূহে মূল্য সংযোজন কর বাতিল করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সদস্য হুমায়ূন রশীদ শোয়েব, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সিলেট জেলার সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য তামান্না আহমেদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা ।

বক্তারা বক্তব্যে বলেন, বিকল্প ব্যবস্থা না করে বিশ্বরোড থেকে অটোরিক্সা উচ্ছেদ করলে জনজীবনে যোগাযোগের তীব্র সমস্যা সংকট তৈরী করবে, এর পাশাপাশি বিপর্যস্ত হবে চার লক্ষ শ্রমিক পরিবার। আবার শিশু রাজন হত্যার প্রতিবাদে গত কয়েকদিন আগেও সিলেট শহর উত্তপ্ত থাকলেও এখনও চার্জশীট দাখিল করা হয়নি। অবিলম্বে দ্রুত বিচার ট্রাইবুনালে শিশু রাজন হত্যাকান্ডের বিচার করতে হবে। এছাড়াও বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করার ফলে বেড়ে গিয়েছে জীবনযাত্রার ব্যায়ভার। আবার অন্যদিকে এবারে বাজেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইন্জিনিয়ারিং কলেজসমূহ ৭.৫ শতাংশ মূল্য সংযোজন কর সংযুক্ত করায় মধ্যবিত্ত অভিভাবকেদের নতুন করে ভাবতে হচ্ছে সন্তানের শিক্ষার ব্যয় নিয়ে। বক্তারা অবিলম্বে নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments