সুন্দরবন ও দক্ষিনাঞ্চলের প্রান, প্রকৃতি, জীববৈচিত্র্য ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবীতে ৫ নভেম্বর ২০১৫ গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। বক্তাগণ বলেন বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে সুন্দরবনের বিকল্প নাই। ফলে সুন্দরবনকে ধ্বংস করে রামপালের বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা ওরিয়ন গ্র“প সহ দক্ষিণাঞ্চলের ভুমিগ্রাসী দখলদারদের অপতৎপরতা বন্ধ, বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারত মার্কিনসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান।
সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবীতে গাইবান্ধায় পথসভা অনুষ্ঠিত
RELATED ARTICLES