Sunday, April 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসুন্দরবন রক্ষা সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বাসদ (মার্কসবাদী)'র মানববন্ধন

সুন্দরবন রক্ষা সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বাসদ (মার্কসবাদী)'র মানববন্ধন

Khagrachori_051115

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বানে সুন্দরবন রক্ষা সংহতি দিবস উপলক্ষে শাপলাচত্বরে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে অরিন্দম কৃষ্ণ দে এর পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল। অারও বক্তব্য রাখেন পার্টির সদস্য শাহাদাত হোসেন, নাজির হোসেন, কবির হোসেন ও কৃষ্টি চাকমা।

বক্তারা বলেন, সুন্দরবন ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে মানিকগঞ্জ ও মাগুরায় পুলিশের হামলা এবং ঝিনাইদহ, যশোরে গাড়ি থেকে নামতে না দেওয়া এবং বিভিন্ন জায়গায় বাধা প্রদান, তা খুবই নিন্দনীয়। মুখে সরকার গণতন্ত্রের কথা বলছে, কিন্তু বাস্তবে তারা “দমন করে শাসন কর” নীতি গ্রহণ করেছে। যে সুন্দরবন মায়ের মত দেশের দক্ষিণাংশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করছে, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখছে তাকে কোনভাবেই ধ্বংস করতে দেওয়া যায় না। যে কোন মূল্যে প্রাকৃতিক ঐতিয্যকে রক্ষা করতে হবে। ভারতীয় ও লুটেরাদের স্বার্থে এই ভারতীয় প্রকল্প যেভাবে অব্যাহত রাখা হচ্ছে দেশপ্রেমিক কোন মানুষ তা গ্রহণ করবেনা। সরকারকে আহ্বান জানিয়েছে  এই আত্মঘাতি প্রকল্প বাতিল করে দেশকে রক্ষা করুন।
যদি এই বাতিল না করা হয় জনগনকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে মিছিল করা হয়। মিছিলটি শাপলাচত্বর থেকে শুরু করে ডিসি অফিসের মোড় ঘুড়ে এসে শাপলাচত্বরে এসে শেষ হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments