সুন্দরবন ও দক্ষিণাঞ্চল ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল কর
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বানে সুন্দরবন রক্ষা সংহতি দিবস উপলক্ষে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ নবেম্বর ২০১৫ বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সুশান্ত সিন্হার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এড. হুমায়ুন রশীদ সোয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা প্রমুখ। সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করে সরকার সুন্দরবন ধ্বংসকারী এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। গোটা দক্ষিণাঞ্চলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে সরকার সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতকে তুষ্ট করে ক্ষমতায় থাকতে চায়। একদিকে দেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষা পদক গ্রহণ করছেন অন্যদিকে দেশের পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। যে সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে গোটা দেশকে রক্ষা করছে তাকে ধ্বংস করা ষড়যন্ত্র কোন দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারেনা। সমাবেশে বক্তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে সুন্দরবন ধ্বংসের সব চক্রান্ত বন্ধ করার আহ্বান জানান।