বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতি মাদারীপুরে দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের পর বীভৎস ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। কারণ গত কিছুদিন ধরে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ভয়াবহ বেড়ে গেছে। অথচ অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে এবং কতিপয় আসামীকে গ্রেফতার করলেও তাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি এখন পর্যন্ত হয়নি। ফলে অপরাধীদের দৌরাত্ম বেড়েই চলেছে।
বিবৃতিতে তাঁরা আরো বলেন, ১৪ আগস্ট ২০১৫ প্রথম আলো পত্রিকার তথ্যমতে গত ১৩ দিনে ৬ জনকে ধর্ষণের পর খুন করা হয়েছে এবং গত ৬ মাসে ৩৭৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। কমপক্ষে ৪৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই নৃশংস ও বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের সচেতন ও বিবেকবান মানুষদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।