শিক্ষার সর্বস্তরে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ানোর দাবি
আগামী ৩০ মার্চ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের উদ্যোগে ২৫ মার্চ ২০১৬ দুপুর ১২ টায় নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি তাজনাহার রিপন ও সমাবেশ পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মুক্তা ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দীপা মজুমদার, স্কুল সম্পাদক জয়তু সুশীল, দপ্তর সম্পাদক মোঃ সাইয়েম প্রমুখ।
বক্তারা বলেন, “সারাদেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল স্তরে শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে। শিক্ষার ক্রমাগত বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের ফলে শিক্ষার সুযোগ থেকে ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। সারা দেশে শিক্ষার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে, সরকারের শিক্ষা ধ্বংসের সকল ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে ছাত্রদের আন্দোলনে আমাদের নেতৃত্বদানকারী ভূমিকা, এস.এস.সি. পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে আমাদের সফল আন্দোলন ও চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি কমিয়ে বেতন ও ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে আমাদের চলমান আন্দোলন জনগণের মনে আশা সঞ্চার করেছে। সারা দেশে যুবসমাজের নৈতিক অধপতন বেড়েছে। বেড়েছে শিশু হত্যা- নারী নির্যাতন-নিপীড়ন, অশ্লীলতা, অপসংস্কৃতি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়ছে। শিক্ষার অধিকার রক্ষার দাবিতে আমাদের লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে আগামী ৩০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শিক্ষা রক্ষার এই সম্মেলনে সকলের অংশগ্রহণ আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাবে।”
আগামী ৩০ মার্চ ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিক্ষাবিদ সিরাজুল ইনসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন। আরো বক্তব্য রাখবেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, অল-ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি কমল সাঁই। গণসংগীত পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।