সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধসে ৩জন নিহত হওয়ার প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের শাস্তির দাবিতে ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’ ১২ জুন বিকাল ৪টায় লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজারে মানববন্ধন সমাবেশ করে। পরিষদের সংগঠক অধীর বাউরী’র সভাপতিত্বে এবং রানা বাউরীর পরিচালনায অনুষ্ঠিত মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, শান্ত বাউরী, সম্পা গোয়ালা প্রমুখ।
বক্তরা বলেন, গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে স্টেডিয়ামের পূর্বদিকে দেয়াল ধসে শ্রমিক বস্তি চাপাতলে ৫ম শ্রেনীর এক ছাত্রসহ মোট ৩জন চা শ্রমিক নিহত হন, আহত হন একই পরিবারের আরোও কয়েকজন। একদিকে শ্রমিকদের বংশপরম্পরায় বসবাসরত ভূমি থেকে উচ্ছেদ করে যেমন করেছে সর্বশান্ত অন্যদিকে শ্রমিকদের হত্যা করতেও পিছপা হচ্ছে না। বাস্তবে স্টেডিয়াম নির্মানের সময় চরম অবহেলা করে নির্মান করা হযেছে, ফলে সমান্য বৃষ্টিতেই ঘটেছে গত রাতের ভয়াবহ ধ্বস। যাতে নিহত হয়েছেন ৩জন চা শ্রমিক । শুধু এই ভবন ধ্বস নয়, এর ১৫/২০ দিন পূর্বে গলফক্লাবের সামনে নির্মিত কালভার্টের সামনেও তৈরি হয়েছিল বিরাট গর্ত। এমনকি স্টেডিয়াম নির্মাণের সময় সেই ‘০৮/’০৯ সালে গ্যালারিতে বিশাল ফাটল দেখা দিলেও প্রশাসন কোনও উদ্যোগ নেয় নি। সরকার ও প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণেই ঠিকাদারীর প্রতিষ্ঠান ব্যাপক দুর্নীতির সুযোগ পেয়েছে। এই ঘটনা একটি হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে দুর্নীতিবাজ ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।