পাকিস্তানে তালেবান হামলায় ১২৬ স্কুল ছাত্রসহ ১৪৬ জন নিহত হওয়ার প্রতিবাদে শিশু কিশোর মেলা সিলেটে জেলা শাখা আজ ১৭ ডিসেম্বর ’১৪ বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে। শিশু কিশোর মেলা সিলেটে জেলা শাখার সংগঠক লিপন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠতি মানববন্ধন চলাকালীন সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখনে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, শিশু কিশোর মেলা সিলেটে জেলা শাখার সংগঠক রুবাইয়াৎ আহমেদ, মাসুদুল করিম সোহাগ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলনে, আজ বিশ্বব্যাপী সবচেয়ে বেশী আক্রমণরে শিকার শিশুরা।পাকিস্তানের পেশোয়ারে তালেবান কর্তৃক নৃশংস হত্যাকান্ড সবাইকে হতবাক করেছে। এই র্ববর শক্তিকে র্অথ দিয়ে, অস্ত্র দিয়ে বড় করেছে গণতন্ত্ররে মহিমা প্রচারকারী মার্কিন যুক্তরাষ্ট্র। সমাবেশ থেকে পাকিস্তানে সংঘটিত বর্বর হত্যাকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান হয়েছে।