ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ফলে খালি হওয়া জায়গায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নিমার্ণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় কারাগারের জায়গা খালি হওয়া সাপেক্ষে নতুন হল নির্মাণ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ভাস্কর্য চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগার জুন মাসের মধে্য কেরাণীগঞ্জে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। নেতৃবৃন্দ কারাগার স্থানান্তরের ফলে খালি হওয়া জায়গায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণে বরাদ্দ দেয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ২১ হাজার শিক্ষার্থী বিভিন্ন মেসে মানবেতর জীবন-যাপন করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ছাত্রজীবনকে আরও অসহনীয় করে তুলেছে। বক্তারা আবাসিক সমস্যা সমাধান কল্পে কেন্দ্রীয় কারাগারের জায়গাতে নতুন হল নির্মাণ, উদ্বোধনকৃত ছাত্রী হল নির্মাণ শুরু, নতুন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ দ্রুত শুরুর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষ্ণ বর্মণের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার প্রমখু ।
এ সময় জবি ছাত্র ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।