স্বৈরতান্ত্রিক একতরফা নির্বাচন জনগণ মানে না
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন
৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ও দমন পীড়ন বন্ধ এবং নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দীন চৌধুরী লিটন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ঢাকা মহানগরে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, এই ঘোষণা সরকারের চরম স্বৈরতান্ত্রিক চরিত্রকে যেমন উন্মোচিত করেছে, তেমনি তা’ সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে সরকার জুলুম-নিপীড়নের যে পথ বেছে নিয়েছে তা সংঘাত সংঘর্ষের পথই কেবল প্রস্তুত করছে না, এভাবে প্রতিবাদের গণতান্ত্রিক পথ বন্ধ করে সরকার জঙ্গীবাদেরই ক্ষেত্র প্রস্তুত করছে। রাষ্ট্রীয় বাহিনীর উত্তরোত্তর পেশী শক্তি ব্যবহার করে রাজপথ দখলে রাখার ঘোষণা সরকারের নগ্ন ফ্যাসিবাদী চেহারাকেই তুলে ধরছে। মোর্চার নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করে বলেন, এইসব ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারী দলকেই বহন করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, সরকার নিজেই জনজীবন নিশ্চল করে দিয়ে অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছিল, বিরোধীদল তারই ধারাবাহিকতা রক্ষা করছে। ৫ই জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকটের তৈরী হয়েছে, রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করতে হবে। সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে ডিএমপির নামে জারি করা ঢাকা মহানগরে সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।
রংপুরে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও দমন পীড়ন বন্ধের দাবিতে মিছিল সমাবেশ
সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও দমন পীডনের প্রতিবাদে ৮ জানুয়ারী গণতান্ত্রিক বাম মোর্চা রংপুর জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জাহাজ কোম্পানি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সদস্য পলাশ কান্তি নাগ। উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, গণসংহতি রংপুর জেলা সমন্বয়ক কমরেড তৌহিদুর রহমান।
চট্টগ্রামে গণতান্ত্রিক বাম মোর্চার মিছিল সমাবেশ