সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জানুয়ারি ২০১৫ কিশোরগঞ্জ জেলা শাখা রালি ও ছাত্র সমাবেশের আয়োজন করে । প্রতিষ্ঠা বার্ষিকীর একটি সুসজ্জিত রালি ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়। পরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন সরকারের সভাপতিত্বে ও সহ-সভাপতি সুমন চন্দ্র দাসের পরিচালনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সংগঠক কমরেড আলাল মিয়া, ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ শাহরিয়ার, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক সেঁজুতি চৌধুরী এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত দাস । বক্তারা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গত ৩১ বছরের আন্দোলন সংগ্রাম এর ইতিহাস তুলে ধরেন। বর্তমানে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । বর্তমান সময়ে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার নৈতিকতা ধ্বংসের যে চক্রান্ত চলছে তা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং শিক্ষার অধিকার রক্ষায় ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারা হিসাবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান ।
কিশোরগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
RELATED ARTICLES