Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টপিরোজপুরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কারমাইকেলে বিক্ষোভ মিছিলও সমাবেশ

পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কারমাইকেলে বিক্ষোভ মিছিলও সমাবেশ

SSF_karmaikal_270415

২৭ এপ্রিল ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে সকাল ১১টায় পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অধ্যক্ষের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্র ফ্রন্ট কলেজ সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধক্ষ্য প্রফেসর আব্দুর রাজ্জাক, অর্থনীতি বিভাগের অধ্যাপক বিমল চন্দ্র, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাফিয়ার রহমান,ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কলেজ সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সবুর আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সায়েম, রক্তদাতা সংগঠন বাঁধন এর সভাপতি মোত্তালিব হোসেন সোহাগ।
বক্তারা বলেন, একটা সভ্য সমাজ বিনির্মানের কারীগর শিক্ষককে লাঞ্ছিত করার অর্থ হলো গোটা সমাজকে অপমানিত করা । পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেটসহ যারা ঘটনার সাথে যুক্ত এখনও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কোন ব্যবস্থা সরকারের পক্ষ থেকে না নেওয়া আরো অপমানের। সমাবেশ থেকে অবিলম্বে লাঞ্ছনাকারীদের শাস্তির দাবি জানান অন্যথায় ছাত্র-শিক্ষকের মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments