বিদেশে পাঠানোর নামে থাইল্যান্ডে আটকে রেখে মুক্তিপন আদায়ের সাথে জড়িত মানব পাচারকারী অসাধু রাজনৈতিক-ব্যাবসায়ী সন্ত্রাসী চক্রের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির উদ্যোগে ৮ মে ২০১৫ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের কন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আলমগীর হোসেন দুলাল, মানস নন্দী, উজ্জ্বল রায় ও ফখ্রুদ্দিন কবির আতিক।
নেতৃবৃন্দ বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদীন ধরে অসহায় কর্মহীন মানুষকে প্রলুব্ধ করে পাচারের মাধ্যমে একদিকে দাসব্যবসা অন্যদিকে মুক্তিপন আদায় ও হত্য চললেও সরকার কোন ব্যবস্থা নেয়নি। অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন প্রকার ব্যাবস্থা না নেয়াও বাস্তবে এসব নিষ্ঠুরতম অন্যায়কারীদের মদদ দেয়ার সামিল। সম্পূর্ণভাবে সরকারকেই এর দায়-দয়িত্ব নিতে হবে। যেসকল পরিবার স্বজনদের হারিয়েছে তাদের খুঁজে বের করে যথোপোযুক্ত ক্ষতিপূরন দেওয়ার সরকারের প্রতিজোড় দাবি জানান এবং দেশের সচেতন মানুষদের মানব পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন ‘এ ঘটনা প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার চূড়ান্ত মুনাফালোভী চরিত্রকে আরো একবার উন্মোচন করলো। সমাজ পরিবর্তনের সংগ্রাম জোরদার করার মাধ্যমে একে মোকাবেলা করতে হবে।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।