Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকাজ ও খাদ্যের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাজ ও খাদ্যের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

SAM_0939 copy

কাজ-খাদ্য-রেশন ও কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার এবং রংপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে ২৭ জুলাই সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারী বাজার চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলা সংগঠক মোহাম্মদ ইসলাম, আনোয়ারুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা সংগঠক মনজুরুল আলম, কাউনিয়া উপজেলা সংগঠক রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ক্ষেতমজুরদের সারা বছরের কাজ নিশ্চিত করতে পর্যাপ্ত টিআর, কাবিখা ও বছরে ন্যুনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, আর্মি রেটে গ্রামীন রেশনিং চালু, কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার, সাব রেজিস্ট্রি-ভূমি-সেটেলমেন্ট-থানা পুলিশসহ সকল সরকারী অফিসে ঘুষ-দূর্নীতি-অনিয়ম বন্ধ, কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে এমবিবিএস ডাক্তার, পর্যাপ্ত ঔষধ ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত, মাদক-জুয়া-অপসংস্কৃতি-অশ্লীলতা ও নারী-শিশু নির্যাতন বন্ধ এবং রংপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করে।

RELATED ARTICLES

আরও

Recent Comments