মেডিকেলের ‘ক্যারি অন’ প্রথা বাতিলের প্রতিবাদে মেডিকেলের শিক্ষার্থীবৃন্দের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে ২ আগষ্ট ২০১৫ বিকাল সাড়ে ৩ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের সভপতিত্বে ও স্কুল বিষয়ক সম্পাদক লিপন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাস, নগর শাখার অর্থ সম্পাদক লিপন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘মেডিকেলের ‘ক্যারি অন’ প্রথা বাতিল করলে সমস্যায় পড়বে মেডিকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। কোনো পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন’ বলা হয়। কিন্তু ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলামে এই প্রথা বাতিল করা হয়েছে। এতে একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এ ক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা নতুন কারিকুলামে নেই। এ ছাড়াও আরো নানাবিধ সমস্যা তৈরী হবে। শিক্ষার্থীদের এ ‘ক্যারী অন’ প্রথা বহাল রাখার দাবির সাথে একাত্মতা প্রকাশ করা হয়। একই সাথে নেতৃবৃন্দ শিক্ষার সামগ্রিক বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।