সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ১৪ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করে। দিবসটি উপলক্ষ্যে ছাত্র ফ্রন্টের উদ্যোগে একটি মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে স্বৈরাচার প্রতিরোধ দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার আহ্বায়ক ফজলে রাব্বী বলেন, আজ ভালবাসা দিবসের নামে দেশে কর্পোরেট ভোগবাদী সংস্কৃতি আমদানি করার পাঁয়তারা চলছে। আজকের দিনে ১৯৮৩ সালে ড. মজিদ খান শিক্ষা কমিশনের ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি বাস্তবায়নের প্রতিবাদে সারাদেশে ছাত্রসমাজ আন্দোলন করেছিল। ছাত্রসমাজের সেই আন্দোলনে স্বৈরাচারী এরশাদ সরকার গুলি চালিয়ে দমন করার চেষ্টা করেছিল। ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি রাজ পথের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয় মোজাম্মেল, দীপালি, কাঞ্চনরা। শাসক গোষ্ঠী ছাত্র সমাজের সেই অন্যায় প্রতিবাদের দিনটিকে মুছে ফেলার লক্ষ্যে তথাকথিত ভালবাসা দিবস তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। সমাবেশে তরুণ সমাজকে অন্যায়ের প্রতিবাদের ঝান্ডা তুলে ১৪ই ফেব্রুয়ারিকে স্বৈরাচার প্রতিবোধ দিবস পালন করার আহবান জানায়।