Monday, April 29, 2024
Homeছাত্র ফ্রন্টকারমাইকেলে স্বৈরাচার প্রতিরোধ দিবসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কারমাইকেলে স্বৈরাচার প্রতিরোধ দিবসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ssf 2 copy
১৪ ফ্রেব্রুয়ারি ২০১৬ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে সকাল ১১টায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ টেন্ট থেকে শুরু হয়ে কলেজ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। কলেজ সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কলেজ সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড।

বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র গণজমায়েতের ডাক দিয়েছিল ১১টি ছাত্র সংগঠনরে সমন্বয়ে ছাত্র সংগ্রাম পরষিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের হয়ে মিছিল শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাইর্কোটের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। হাজার হাজার শিক্ষার্থীর প্রতিবাদী সেই বিশাল মিছিলে গুলি চালায় এরশাদের পুলিশ বাহিনী। শান্তিপূর্ণ মিছিল রক্তাক্ত হয়ে পড়ে। পিচঢালা রাজপথ ভিজে যায় শিক্ষার্থীদের রক্তে। সেদিন এবং পরের দিন নিহত হয়েছিলেন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দীপালীসহ নাম না জানা অনেকে। স্বৈরাচার পতনের বীজ রোপিত হয়েছিল সেই দিন থেকেই।

বক্তরা আরো বলেন, ছাত্র সমাজের সেই আকাঙ্খা আজও পূরিত হয়নি। শিক্ষা আজও সাধারন মানুষের আওতার বাইরে। শিক্ষার সকল স্তরে ক্রমাগত ব্যয় বাড়ছে। কারমাইকেল কলেজেও প্রতিবছর ফরম পূরণ ও ভর্তির সময় অতিরিক্ত ফি আরোপ করা হয় যা শিক্ষার্থীদের ভীষণ রকম আর্থিক সংকট তৈরি করে। এছাড়াও সংকটের অন্ত নেই।

নেতৃবৃন্দ, আবাসন সংকট নিরসনে অবিলম্বে বন্ধ হল চালু ও নতুন হল নির্মাণ, পরিবহন সংকট নিরসনে নতুন বাস ক্রয়ের দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments