রংপুর নগরীর মুলাটোলে পাষন্ড ও নরপিশাচ গৃহকর্তা-গৃহকর্ত্রী কর্তৃক শিশু পূর্ণিমাকে আগুনে পুড়িয়ে হত্যা প্রচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
গত ২৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশকালে এই দাবি জানান। সংগঠনের জেলা সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজুর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক নাজমুন নাহার লিপি, দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, নন্দিনী দাস, দৌলতুন্নেছা দুলি প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ শিশু পূর্ণিমার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য যান। এসময় তারা শিশু পূর্ণিমার উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসকের নিকট সার্বিক সহযোগিতার দাবি জানান।