Thursday, May 16, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদউন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ে বাসদের...

উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ে বাসদের মানববন্ধন

thakকৃষিখাতে ৪০% বরাদ্দ, সরকার কৃষকের উৎপাদন সরাসরি ক্রয় করা, প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা ভাতাসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা বাসদ। ১ জুন রোববার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে প্রতিবন্ধী, বয়স্ক বিধবা ও কৃষকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুবুল আলম রুবেল, প্রতিবন্ধী শাহাজাহান, পরিতোষ প্রমুখ।
বক্তারা জাতীয় উন্নয়ন বাজেটে কৃষিখাতে ৪০% বরাদ্দ, সরকার কৃষকের উৎপাদন সরাসরি ক্রয় করা, প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা ভাতাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে। পরে জেলা প্রশাসকের জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী ও খাদ্যমন্ত্রী বরাবর সকল গরীব বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা ভাতা, কৃষিখাতে ৪০% উন্নয়ন বাজেটসহ ১২দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments