Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকমরেড বোধিসত্ত্ব চাকমা লাল সালাম

কমরেড বোধিসত্ত্ব চাকমা লাল সালাম

13245250_953618868068984_3169850272166194144_nকমরেড বোধিসত্ত্ব চাকমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমাদের প্রিয় কমরেড, আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর রাঙ্গামাটি জেলার সমন্বয়ক বোধিসত্ত্ব চাকমা গতকাল ১৮ মে, বিকাল ৬ টায় অকস্মাৎ মৃত্যুবরণ করেন। তাঁর সামান্য সর্দি-জ্বর ছিল। হঠাৎ করেই তিনি মাথা ঘুরে পড়ে যান এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আধা ঘন্টার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। কমরেড বোধিসত্ত্ব চাকমা পার্বত্য চট্টগ্রামে আমাদের প্রধান নেতা এবং বিপ্লবী আদর্শে উজ্জীবিত অত্যন্ত উন্নত চরিত্রের মানুষ। মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় উজ্জীবীত হয়ে তিনি আমাদের দলের সাথে যুক্ত হয়েছিলেন। অতীতে তিনি জেএসএস এর সাথে যুক্ত ছিলেন। কিন্তু কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে মার্কসবাদী বিপ্লবী রাজনীতির প্রতি আকর্ষণ থেকে তিনি আমাদের দলের সাথে যুক্ত হন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অমূল্য চরিত্রের এই কমরেডের এই হঠাৎ জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। দলের কমরেডরা সকলে মিলে তাকে স্মরণ করে আজ ২০মে সারাদেশে আমাদের দলের সকল কার্যালয়ের রক্তপতাকা অর্ধনমিত রাখবেন এবং তাঁর অপূরিত কাজের দায়িত্ব নেবেন- সারা দেশের সকল কমরেড-বন্ধুদের প্রতি আমি এই আহবান রাখছি।”

RELATED ARTICLES

আরও

Recent Comments