Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগাইবান্ধায় পেট্রোল বোমা হামলায় আহতদের শয্যা পাশে বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দ

গাইবান্ধায় পেট্রোল বোমা হামলায় আহতদের শয্যা পাশে বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দ

1959497_333287386857972_7872377211643677001_n

গাইবান্ধায় দূর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল চিকিৎসাধীন অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য যান। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, লেখক ও গবেষক ড. মিজানুর রহমান নাসিম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নাজমুন নাহার। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বক্সী।

নেতৃবৃন্দ বলেন, প্রধান দুদলের যুদ্ধাংদেহী বক্তব্য, সরকারী দমন-পীড়ন, হরতাল-অবরোধে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া মানুষের স্বজনদের বেদনার্ত আহাজারি, গ্রেফতার-নির্যাতন, বন্দুক যুদ্ধ ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যা, দেখামাত্র গুলি’র হুংকার জনজীবনে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরী করেছে। নেতৃবৃন্দ, দুই দলের ক্ষমতা কেন্দ্রীক সংঘাত-হানাহানির বিরুদ্ধে মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে পেট্রোল বোমায় নিহত-আহতদের পরিবার কে ক্ষতিপুরণ, আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments