Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টছাত্রী লাঞ্ছনাকারী শিক্ষকের বিচারের দাবীতে চাঁদপুর সরকারী কলেজে মানববন্ধন ও বিক্ষোভ

ছাত্রী লাঞ্ছনাকারী শিক্ষকের বিচারের দাবীতে চাঁদপুর সরকারী কলেজে মানববন্ধন ও বিক্ষোভ

66

১লা মার্চ বুধবার সকাল ১১ টায় চাঁদপুর কলেজ গ্রন্থাগারের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চাঁদপুর সরকারী কলেজ শাখা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুসলিম সর্দার মিশু কর্তৃক নারী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ছাত্রনেতা রহিমা আক্তার কলি। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেন।

বক্তারা ছাত্রী লাঞ্ছনাকারী মুসলিম সর্দার মিশুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে, বলেন বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে অপকর্ম, বিভিন্নভাবে ব্লাকমেইল, একজনের ছবির সাথে অন্যের ছবি বসিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি, অভিযোগকারী ছাত্রীদের অনবরত হুমকি, অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ এবং তদন্ত প্রতিবেদন নিজের পক্ষে নেওয়ার নানা রকম অপচেষ্টার কথা উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বিচার না করে লালমনিরহাটের জসিম উদ্দিন কাজী আব্দুল গণি সরকারি কলেজে বদলি বাতিলের দাবী করেন। এরপর ছাত্রফ্রণ্টের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের সাথে দেখা করে অতিদ্রুত এর সুষ্ঠ বিচার দাবী করেন এবং কলেজে শিক্ষার নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments