Sunday, April 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদদেশ ও জনগনকে রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করুন — বামমোর্চা

দেশ ও জনগনকে রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করুন — বামমোর্চা

ফ্যাসিবাদী শাসনকে র্দীঘস্থায়ী করতে সরকার রাজনৈতিক বিরোধীদের নির্মূল করতে তৎপর

সংকট উত্তরনে গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করুন

Rangpur_060815

রংপুরের পায়রা চত্ত্বরে আয়োজিত জনসভায় বামমোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সরকার দেশে আজ কবরের শান্তি প্রতিষ্ঠা করতে চায়। যে কোনভাবে বিরোধী দলের আন্দোলনকে নির্মূল করতে তৎপর। কোন যৌক্তিক ন্যায্য সমালোচনা তার সহ্য করতে পারেনা। ভোটাধিকারসহ সকল গণূতান্ত্রিক অধিকার তারা একে একে কেড়ে নিতে তারা তৎপর। সরকারের এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে দেশে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসন জোরদার করা। তারা সরকার ও নির্বাচন কমিশন নিয়ে সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিদ্যমান নির্বাচন কমিশনের উপর জনগনের সামন্যতম আস্থা নেই। এই নির্বাচন কমিশনের পক্ষে পাড়ার ক্লাব নির্বাচনও বিশ্বাসযোগ্য হবে না।নেতৃবৃন্দ রাজনৈতিক সংট উত্তরনে বিদ্যমান সংসদ ভেঙ্গে দিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরী ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান। নেতৃবৃন্দ ক্ষোভের সাথে উলেখ করেন সরকারের ব্যর্থতার কারনে মহাসড়কে তিন চাকার যান নিয়ে নৈরাজ্য দেখা দিয়েছে শিশু হত্যা ও শিশু নির্যাতন ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে। দূর্নীতি-লুটপাট, ব্যাংক লোপাট, অর্থ পাচার মারাত্বকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা বলেন বিএনপি-জামাত জোট সরকারের মত এই সরকারের কাছেও দেশ জনগন ও দেশের কোন গণতান্ত্রিক ভবিষ্যত নেই। নেতৃবৃন্দ এই পরিস্থিতি মোকাবেলায় প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ও দেশ প্রেমিক জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলে গণসংগ্রাম জোরদারের আহবান জানান।

৬ আগস্ট ২০১৫ ইউনাইটেড কমিউনিস্ট লীগ রংপুর জেলার অন্যতম নেতা আশরাফ্জ্জামান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বামমোর্চার কেন্দ্রীয় সমন্বয়কারী বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহম্মেদ, বাসদের ভারপ্রাপ্ত আহবায়ক ইয়াছিন মিয়া, স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, গণসংহতি আন্দোলনের রংপুর জেলা ভারপ্রাপ্ত সমন্বয়ক তৌহিদুর রহমান এবং সমাবেশ সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সদস্য পলাশ কান্তি নাগ।

RELATED ARTICLES

আরও

Recent Comments