Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদবাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল

বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল

Dinajpur
২ ডিসেম্বর ১৪ বিকাল ৪টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে সরকারের বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দিনাজপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবশে বাসদ (মার্কসবাদী)’র দিনাজপুর জেলার সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ বলেন, বর্তমানে মহাজোট সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে এমনিতে জনগনের উপর ফ্যাসিবাদী দুঃশাসন চাপিয়ে দিয়েছে। তার উপর পুনরায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করলে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাবে। যার ফলে দেশের দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জীবন যাপন দূর্বিসহ হয়ে পড়বে। তিনি মহাজোট সরকারের এই মূল্যবৃদ্ধি ও ফ্যাসিবাদী দুঃসাশনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments